রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
ঘোষনা
নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা: গণতন্ত্র টালমাটাল অবস্থায় টঙ্গীতে তুলার গোডাউনে বিশাল অগ্নুৎপাত ভোলায় জলসিঁড়ির জমজমাট ষষ্ঠ আসর অনুষ্ঠিত কসবায় সাংবাদিকদের মিলন মেলা ও বনভোজন: ঐক্যের আহ্বানে এক অনন্য দিন দ্বীপজেলা ভোলা নাগরিক ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার উন্নয়ন ও নাগরিক অধিকারে ঐক্যবদ্ধ নতুন নেতৃত্বের অঙ্গীকার **চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন— “তারেক রহমান জনগণের হৃদয়ের কথা জানেন”** আশুগঞ্জে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ সিগারেট, নিষিদ্ধ আমাদানি ক্রিম, মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আরেকটি ১/১১ হবে : রাশেদ খান জলঢাকায় বন্ধু মহলের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ফাজিল পরীক্ষায় নয় পরীক্ষার্থী বহিস্কার চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়নকে গণসংবর্ধনা নীলফামারী-২ আসনে আখতারুজ্জামান খানের মনোনয়ন প্রত্যাশা পাবনার আটঘরিয়ায় মূলেকাটা পিয়াজ চাষের পরিচর্যা চলছে পুরোদমে ধামইরহাটে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভিরা অনুষ্ঠিত খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে খেলতে চল—পালপুরে বার্তা দিলেন মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দিন ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা

নবান্ন উৎসবে বগুড়ার মহাস্থানে বিরাট ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৫৭ বার পঠিত

সাইদুর রহমান সাজু নিজস্ব প্রতিবেদকঃ- উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থান বাজারে বসেছিল শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলায় ছোট-বড়, দেশী বিদেশী সব ধরনের মাছ উঠেছিল।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল থেকে রাত্রি মহাস্থান বাজারে দুর-দুরান্তের মানুষ আসেন মাছ ক্রয় করতে । মেলা উপলেক্ষে এ এলাকার প্রতিটি বাড়িতে বড় বড় মাছ ও নতুন সবজি কিনে স্বজনদের আপ্যায়নের আয়োজন চলছে।
জানা যায়, পঞ্জিকা অনুসারে অগ্রহায়ণের প্রথমেই শিবগঞ্জের মহাস্থান বাজারে এ মেলা অনুষ্ঠিত হয়। অপর দিকে উৎলি বাজারেও মাছের মেলা বসে।এদিনে নবান্ন উৎসব পালন করা হলেও এ উৎসবকে কেন্দ্র করেই প্রতিবছর মাছের মেলা বসে।

সকাল থেকে বিকেল পর্যন্ত এ মেলায় এক হাজার মণেরও বেশি মাছ ক্রয় বিক্রয় হয়েছে। এক কেজি থেকে শুরু করে ২০ কেজি ওজনের বাঘার মাছ, ১৬ কেজি ওজনের ব্ল্যাক কার্প, ১৫ কেজি ওজনের কাতল, রুই, ব্রিগেড, বাগার, সিলভার কার্পসহ হরেক রকমের মাছ বিক্রি হয় এ মেলায়। তবে গত বছরের তুলনায় এবার মাছের দাম অনেকটায় কম বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। মেলায় বিশালাকৃতির রুই-কাতলা ও মাছগুলো ৫০০ থেকে ১ হাজার টাকা কেজিতে বিক্রি হলেও মাঝারি আকারের মাছ ২০০ টাকা থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া ২৪০ টাকা থেকে ৫০০ টাকা দরে ব্ল্যাক কার্প, ব্রিগেড ও সিলভার কার্প এবং বাঘার মাছ ১ হাজার থেকে ১৫ শত টাকা কেজি দরে ক্রয় বিক্রয় হয়।

মেলায় মাছের পাশাপাশি নতুন শাক-সবজি ও বিভিন্ন ধরনের ফল ক্রয় বিক্রয়েরো পসরা সাজানো হয়। মেলায় নতুন আলু বিক্রি হয়েছে ২০০থেকে ২২০ টাকা কেজি দরে। এছাড়া মিষ্টি আলু ও কেশর (ফল) প্রতিকেজি ১৫০ টাকা কেজি বিক্রি হয়েছে।

মেলায় আসা মাছ ব্যবসায়ী আলম, সাইফুল, ফিরোজ, মোজাম্মেল মোস্তাফিজার রহমান, রশিদ মিয়া , জহুরুল ইসলাম, মহাস্থান গড় প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুকে জানান, মেলায় ছোট-বড় মিলে ১/২ শত মাছের দোকান বসেছে। প্রত্যেক বিক্রেতা ৫ থেকে ১০ মণ করে মাছ বিক্রি করেছেন। মেলায় মাছ সরবরাহের জন্য সেখানে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত থেকে ২০/২৫ টি আড়ৎ খোলা হয়। সেসব আড়ৎ থেকে স্থানীয় বিক্রেতারা পাইকারি দরে মাছ ক্রয করে মেলায় খুচরা বিক্রি করেন।

তারা বলেন, মহাস্থানে নবান্ন মেলায় বিক্রির জন্য আশপাশের এলাকার পুকুরগুলোতে সৌখিন চাষিরা মাছ মজুদ করে রাখেন। এলাকার কে কত বড় মাছ মেলায় তুলতে পারে যেন তারই প্রতিযোগিতা চলে মাছ চাষিদের মধ্যে। এছাড়া আড়ৎদারেরা তো আছেই।

তারা আরও বলেন, এলাকার লোকজনও প্রায় প্রতিযোগিতা করে সাধ্যানুযায়ী তুলনামূলক বিভিন্ন আকারের মাছ ক্রয় করে বাড়িতে নিয়ে যায়। মূলত সনাতন ধর্মাবলম্বীরা নবান্ন উৎসব করলেও আশপাশের গ্রামের সব সম্প্রদায়ের মানুষই কেনাকাটা করে। মেলায় ৩য় লিঙ্গের সম্প্রদায়কেও মাছের দোকান থেকে টাকা ও মাছ সংগ্রহ করতে দেখা গেছে।

মহাস্থান বাজারের ইজারাদার ও মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি হায়দার আলী, আড়ৎদার ইব্রাহিম হোসেন,, আঃ আলীম, ও আলী হায়দার প্রতিবেদক সাইদুর রহমান সাজুকে বলেন, মেলাটি আগে ক্ষুদ্র পরিসরে হলেও সম্প্রতি তা ব্যাপকতা লাভ করেছে। শুধু আশপাশেরই নয়, বগুড়া জেলার বিভিন্ন উপজেলার মানুষ এখানে নবান্নের বাজার করতে এসে মাছের মেলা থেকে মাছ ক্রয় করেন। মেলার পরিবেশ ও শৃংখোলা ভাল ছিল। তবে জায়গা ছোট হওয়াই ক্রেতাদেরকে ঘুরে ঘুরে মাছ ক্রয় করতে বেগ পেতে হয়েছিল। আগামীতে বড় বা খোলা জায়গায় এমেলার আয়োজন করর জন্য ক্রেত বিক্রেতা ও মেলার আয়োজনকারী গণ হাট কর্তৃপক্ষ ও শিবগঞ্জ উপজেলা প্রশাসনের সহযেগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991