স্টাফ রিপোর্টারঃ মোঃরুবেল ইসলাম সিডর।
পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভায় আজ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে কলাপাড়া পৌরসভা নিবার্চন, ২০২০ অনুষ্ঠিত হচ্ছে । উক্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী কলাপাড়া পৌরসভার ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এসময় তিনি সম্মানিত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের অনুরোধ করেন।
ভোট কেন্দ্রে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মােহাম্মদ মইনুল হাসান পিপিএম, পুলিশ সুপার, পটুয়াখালী; জিয়াউর রহমান খলিফা, জেলা নির্বাচন কর্মকর্তা; আবুল হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, কলাপাড়া; আব্দুর রশীদ, কলাপাড়া উপজেলা নির্বাচন অফিসার, সাংবাদিক, সহ অন্যান্য ব্যক্তিবর্গ।