গত ৮ মার্চ রোজ মঙ্গলবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার আওয়ামী লীগের কার্য্যকরি কমিটি ঘোষণা করা হয়।যাহার সভাপতি হিমু ও সাধারণ সম্পাদক ফরিদ।
জানা যায়,এক সময় শ্রীপুর উপজেলার ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন এডভোকেট হারুন অর রশিদ ফরিদ। তিনি ১৯৯০ সালে তিনি বাংলাদেশ আওয়ামীলীগে নামে মাত্র যোগদান করে প্রয়াত মন্ত্রী এডভোকেট রহমত আলীর পিএস হিসাবে কর্মরত অবস্থায় লোফে নেয় দলের বিভিন্ন পদ-পদবী। জানা যায়, নিজের দলের নেতাকর্মীগনও জানতেন না ফরিদ আওয়ামী লীগের কোন অঙ্গ সংগঠনের কোন পদে নিয়োজিত ছিলেন। এমনকি এনএসআই , ডিএসবি ও ডিজিএফআই এর মত সরকারী তথ্যভিত্তিক সংগঠনের নিকটও ছিল না এড. ফরিদ শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদকে প্রার্থী হিসাবে আছেন। যার ফলে এডভোকেট হারুন অর রশিদ ফরিদের সাধারণ সম্পাদক হওয়া প্রসঙ্গে কোন প্রকার এ্যাসেসমেন্ট করে রিপোর্ট দাখিল করিতে ব্যর্থ হন এনএসআই, ডিজিএফআই ও ডিএসবি। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, গাজীপুর জেলা পর্যায়ের নেতাগণ কারসাজি করে এডভোকেট হারুন অর রশিদ ফরিদকে সাধারণ সম্পাদক বানিয়েছেন। এ কারণেই সমাবেশে কমিটির অন্যান্য নাম ঘোষণার সময় জয় বাংলা শ্লোগান দিলেও এডভোকেট হারুন অর রশিদ ফরিদের বেলায় নিরবতা পালন করেছেন সমাবেশে উপস্থিত থাকা হাজার হাজার নেতাকর্মী। ধারাবাহিক পর্বের প্রথম পর্ব।