পাথরঘাটা সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১
মোঃ তান্না মল্লিক পাথরঘাটা উপজেলা প্রতিনিধি: পাথরঘাটা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম মল্লিক (৭০)সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল (৪২)গুরুতর আহত হয়েছেন। ৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ছয়টার দিকে পাথরঘাটা কাকচিরা মহাসড়কের কামারহাট সংলগ্ন খ্রিস্টান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম হাওলাদার। সড়ক দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত দেড়টার দিকে জাহাঙ্গীর আলম মল্লিকের মৃত্যু হয়। এর আগে তাদেরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়।
জানা যায় জাহাঙ্গীর আলম মল্লিক পাথরঘাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নবনির্বাচিত সভাপতি। এবং আমিন সোহেল সদস্য। পটুয়াখালীর দুদক সম্মানিত কার্যালয় থেকে জরুরী কাজ শেষে পাথরঘাটায় আসার পথে পাথরঘাটা কাকচিড়া মহাসড়কের খ্রিস্টান বাড়ির এলাকায় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই টমটমে ধাক্কা লেগে মোটরসাইকেল সহ দুজনেই মাটিতে ছিটকে পড়ে যায়।