অদ্য গাজীপুর দক্ষিন ছায়াবিথী উচচ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র সহোদর দুই ভাই ১) মাহফুজুর রহমান ২) পারভেজ রহমান উভয় পিতা মোঃ হযরত আলী সাংখুন্দিয়া থানা জয়দেবপুর,গাজীপুর দ্বয়,গাজীপুর-কাপাসিয়া পাকা রাস্তায়,জয়দেবপুর থানাধীন বাড়িয়া ইউপি এলাকার খুন্দিয়া পল্লী বিদ্যুৎ অফিসের অদূরে একটি কালো ভ্যানিটি ব্যাগে১২৭০০০ (এক লক্ষ সাতাস হাজার)টাকা সহ চেক বইকুড়িয়ে পেয়ে দ্রুত জয়দেবপুর থানাধীন সদর পুলিশ ফাড়ীতে এসে ইনচার্জ,পুলিশ পরিদর্শক,জনাব মোঃ আশরাফুল ইসলাম এর কাছে এসে জমা দেয়।উক্ত ব্যাগে পাওয়া চেক বইয়ের মোবাইল নম্বরে ফোন দিলে,জনৈক শিউলি আক্তার (৩৬) স্বামী ওমর ফারুক সাং পুরান জেলখানা হাক্কানী,গাজীপুর মেট্রো সদর পুলিশ ফাড়ীতে আসেন।তাহাকে জিজ্ঞাসাবাদে টাকা ও চেক বইয়ের বর্ননা সঠিক বলেন।পরবর্তীতে জনাব,সানজিদা আফরিন অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,গাজীপুর ও জনাব মাহাতাব উদ্দিন অফিসার ইনচার্জ,জয়দেবপুর থানা,গাজীপুরদয়ের সহিত আলোচনা করে, উক্ত শিউলি আক্তারের নিকট সহোদর ভাইদ্বয়ের এর উপস্থিতিতে বর্নিত টাকা ও চেক বই হস্তান্তর করেন । জয়দেবপুর থানা পুলিশের পক্ষ থেকে সহোদর ভাই সহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ,জনাব আশরাফুল ইসলাম ।