মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ১৫৫ বোতল ফেনসিডিল সহ আল আমিন (৩৮) নামের ১ যুবককে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধা ৫:৪৫ টার সময় সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার নলদিয়া এলাকার মৃত আহম্মদ সাফার ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানা ভারপাপ্ত কর্মকর্তা টি আই মো. মনিরুল ইসলাম জানান-হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী তল্লাশী অভিযানে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এস আর পরিবহন বাসে তল্লাশী চালায়। এ সময় বাস যাত্রী আল-আমিন এর কাছে থাকা ব্যাগে থেকে ১৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।