শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পাইকপাড়া মোড়ে ড্রাম ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ বার পঠিত

 

মোঃ লুৎফর রহমান লিটন
স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ঠাকুরটেক মোড় এলাকায় ড্রাম ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ-মুলবাড়ী আঞ্চলিক
মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদর উপজেলার রামগাঁতী গ্রামের মো. শাহজামালের ছেলে শুভ (২০) ও একই গ্রামের মো. মুন্নাফ শেখের ছেলে স্বপন (২০)।

সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলযোগে সয়দাবাদের দিকে যাচ্ছিলেন শুভ ও স্বপন। পথে ঘটনাস্থলে এলে মুলিবাড়ী থেকে সিরাজগঞ্জ শহরগামী একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991