কালিগঞ্জে মোটরসাইকেল ও সেচ পাম্প সহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার
আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৪ টায় কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে মৌতলা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি ভাংড়ি দোকানে অভিযান চালিয়ে পুরাতন বিভিন্ন মডেলের মোটরসাইকেল ও হেলমেট, সেচ পাম্প ও বিভিন্ন যন্ত্রাংশসহ
প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার এর সাথে জড়িত থাকার অভিযোগে ১জন কে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো শাহিন এর নেতৃত্বে ওসি (তদন্ত )প্রদীপ কুমার সানা, এসআই সুদেব পাল সহ থানা পুলিশ কালিগঞ্জ উপজেলার মৌতলা বাস স্ট্যান্ডের পাশে জনপ্রিয় মিশনারিজ পুরাতন মালামাল ক্রয়-বিক্রয়ের দোকানে অভিযান চালায় ওই দোকানের গুদাম ঘর থেকে ৯টি বিভিন্ন ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল, ১১ টি তেলের ট্যাংকি, মোটরসাইকেলের পুরাতন ৩টি চেসিস, মোটরসাইকেল এর পুরাতন ৭ টি ইঞ্জিন, ৪টি ক্যাসিন, ২ দুটি আংশিক ইঞ্জিন ও ৯ টি সেচ মোটর পাম্প উদ্ধার করে, এ সময় পুলিশ দোকানের মালিক উপজেলার পূর্ব মৌতলা গ্রামের মৃত শেখ সমেত আলীর পুত্র শেখ আফসার আলী ( ৫২) কে আটক করে থানায় নিয়ে আসে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শাহিন জানান কালিগঞ্জ থানা এলাকায় দীর্ঘদিনের পুলিশি গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে জনপ্রিয় মেশিনারিজ পুরাতন ভাংড়ি দোকানে চোরাই বিভিন্ন মালামাল ক্রয় ও বিক্রয় করে থাকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশী অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ দোকানের মালিকের বিরুদ্ধে কালিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সুদেব পাল বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেছে মামলা নম্বর (৬) তারিখ ১৩/৩/২০২৪ ।