মোঃ ফরিদুল ইসলাম রায়গঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ পালিত।
২৬ শে মার্চ ২০২২ শনিবার স্বাধীনতা ও বিজয় দিবসে উপজেলা প্রশাসন রায়গঞ্জ কর্তৃক আয়োজন গুলির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সুচনা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কাউট, পুলিশ,আনসার ভিডিপি কর্তৃক কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন, মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া, হাসপাতাল, এতিমখানা ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফটবল প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, প্রধান প্রধান সড়ক ও স্থাপনা সমুহ সজ্জিত ও আলোকেসজ্জা করন এবং প্রামান্য চলচ্চিত্র প্রদর্শনী।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল হাদী আল মাজী জিন্নাহর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জনাব আবুল কালাম আজাদ হৃদয় এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলা ও আলোচনা সভার আয়োজন করে।