মেঃ মাইনুল ইসলাম লাল্টু সিনিয়র ষ্টাফ রিপোর্টার: শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ হোসেন (দৈনিক আমার বাংলা) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ আলামিন আলি (দৈনিক বর্তমান দেশবাংলা)। ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে মোঃ জাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আহসান হাবিব রনি, কোষাধ্যক্ষ পদে মোঃ কাওসার আলি, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান, তথ্য প্রচার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ রায়হান আলি৷ এছাড়া নির্বাহী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মোঃ মাইনুল ইসলাম লাল্টু, মোসাঃ শামসুন্নাহার সোহানা । উল্লেখ্য, নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মোঃ তসলিম উদ্দিন ও উপজেলা প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম। ২৭/১০/২০২৪ শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিবগঞ্জ গৌড় প্রেসক্লাব অফিসে নির্বাচনী পরিচালনা করেন।