এস. এম. আহসান হাবীব বাবু স্টাফ রিপোর্টার: নীলফামারীতে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ২লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের কাঞ্চনপাড়ায় অবস্থিত সহিদার রহমানের মালিকানাধীন টিএটি ব্রিক্সস ও মাছপাড়ায় অবস্থিত শহিদুল ইসলামের মালিকানাধীন টিএবি-১ ব্রিকসয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।
আইন ভঙ্গ করায় টিএবি ব্রিকসয়ে ২লাখ এবং টিএবি-১ ব্রিকসয়ের কাছ থেকে ৫০হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানকালে ইটভাটা সমুহের কিলনে পানি দিয়ে জ¦লন্ত আগুন নিভিয়ে দেয়া হয় এবং পানি স্প্রে করে কাঁচা ইট ধ্বংস করা হয়।
এছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে ইট ভাটা পরিচালনা না করার নির্দেশ প্রদান করা হয়।