শরীয়তপুর জেলা প্রতিনিধি: বন্ধু এসো মিলি প্রানের উচ্ছাসে শতাব্দীর শেষ পাগলের মিলন মেলা”এস এস সি-২০০০ ব্যাচ” শরীয়তপুর।
শরীয়তপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের পাঁচ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ফেব্রুয়ারী দিন ব্যাপী এই অনুষ্ঠান হয়।
এদিন সকালে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে দিয়ারা নাওডোবা নিউ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ । শরীয়তপুরজেলা এস এস সি-২০০০ ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরা বন্দি করে রাখেন তারা। প্রাণের বন্ধু মহলের মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন সমগ্র শরীয়তপুর জেলা সাবেক শিক্ষার্থীরা ।
ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করেছে। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত
প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি,দৃর্ঘ্য ২৫ বছর পরে এ যেন এক মিলন মেলা স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়।
রঙিন বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে উদ্বোধন করেন।
দুপরে ভোজ শেষে বিরামহীন ভাবে সাংস্কৃতি বিনোদন এর আয়োজন করা হয় বিকাল ৫টায় পুরস্কার বিতরন করা হয় ।
বিভিন্ন ভাবে কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা পান ডামুড্যা উপজেলার কৃতি সন্তান মোঃ আসাদুজ্জামান সাগর মাদবর এছাড়া কমিটির প্রধান উদ্ভোক্তা ইঞ্জিনিয়ার
মোঃআসাদ ।এ সময় আসাদুজ্জামান সাগর বলেন ২৫ বছর পর এই প্রথম শরীয়তপুর জেলার সমগ্র উপজেলা ব্যাচ -২০০০ পূর্নমিলনী ও রজত জয়ন্তী উদযাপন ২০২৫ উপলক্ষে শরীয়তপুর বন্ধুদের এক সাথে পেয়ে আমি খুব আনন্দিত ও কৃতজ্ঞ ।শরীয়তপুর সদস্যদের সেতু বন্ধনে ভূমিকা রাখবে আমি এই উদ্যেগের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।