কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পুকুরপাড় নিবাসী, ‘৭১-এর রণাঙ্গনের অকুতোভয় বীর সৈনিক, শাহাজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম শাকিক চৌধুরীর পিতা পুকুরপাড় মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন চৌধুরী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ১৯ মে (সোমবার) রাত প্রায় ১০টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ২০ মে (মঙ্গলবার) বাদ যোহর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমকে বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ারেছীয়া কবরস্থানে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।