
নিজস্ব প্রতিবেদক
বক্তব্যে মানবকল্যাণ, নৈতিকতা ও শান্তির বার্তা দিলেন এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন চুয়াডাঙ্গা ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য, দৃষ্টিনন্দন পরিবেশ ও বিপুল ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে। সবুজ-সোনালি থিমে সজ্জিত সমগ্র মঞ্চ ও অভ্যর্থনা এলাকা যেন আলোয় ঝলমল করছিল। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত আলেম-ওলামা, শিক্ষিত মহল, সমাজসেবক, তরুণ প্রজন্ম ও সাধারণ মুসল্লিদের মিলনমেলা ঘটে এ মাহফিলে।
মাহফিল মঞ্চে শীর্ষস্থানীয় আলেমদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা–২ আসনের এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন। তিনি তার বক্তব্যে পবিত্র কুরআনের আলোকে সমাজে নৈতিকতা, শান্তি ও সুস্থ রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন—“কুরআনের তাফসীর মানুষের মনের অন্ধকার দূর করে সত্যের পথে পরিচালিত করে। সমাজে কল্যাণ, সততা, ন্যায়বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য কুরআনের নির্দেশনা অনুসরণ করা জরুরি।”
এমপি প্রার্থী হিসেবে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন—
“জনগণের আস্থা ও ভালোবাসার প্রতি সম্মান রেখে এই অঞ্চলে উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে আমি কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও ইসলামের আলোকে জীবন গঠন, পরিবার-সমাজ সংস্কার, আত্মশুদ্ধি, বৈষম্যমুক্ত সমাজ এবং মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আকর্ষণীয় আলোচনা তুলে ধরেন।
শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং চুয়াডাঙ্গা–২ আসনের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মাহফিলকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু ধর্মীয় চেতনা জাগ্রত করেই থেমে থাকেনি—এটি সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকেও আরও দৃঢ় করেছে।