হবিগঞ্জ প্রতিনিধিঃ
সাভারে হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাস কে লাঞ্চিত সহ সারাদেশে শিক্ষকদের উপর নির্যাতন কারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়
আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় হবিগঞ্জ শহরের প্রধান সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “সাধারন শিক্ষকরা হবিগঞ্জ” জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়
এসময় উপস্থিতি ছিলেন শচীন্দ্র ডিগ্রি কলেজের প্রভাষক পরবিন্দ্র সরকার, জনাব আলী কলেজের প্রভাষক আব্দুস শহীদ, শিক্ষক অরুপ দাস,
জহিরুল ইসলাম, গৌতম দাশ, নজরুল ইসলাম, আহাদ খান, মোশাহিদ মিয়া, অসুখ দাস, মোশাহিদ কামালসহ শতাধিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন
বক্তৃতায় শিক্ষকগন সারাদেশে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিরাপত্তা দেয়ার দাবি ও হত্যা ও নির্যাতন করিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলনেরও ডাক দেওয়ার ঘোষণা দেন তারা।