বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
ঘোষনা
হান্ডিয়ালে এম এ সামাদ কলেজে প্রয়াত প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী পালন শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত গুলিস্তান জিরো পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে কবি বৃষ্টি মিনা পেলেন কবি সংসদ বাংলাদেশ সেরা কবি সম্মাননা ২০২৫ গাজীপুরের শ্রীপুরে ৩ রেস্তোরাকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ যুবলীগের ২ সদস্য গ্রেফতার মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে পুলিশের সাফল্য, এলাকায় স্বস্তির বাতাস চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই” গোমস্তাপুরে জাতীয়তা বাদী দল বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত। দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক, আছিয়া রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাতৃজগত পরিবার ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশন ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। ঝিনাইদহে আইনজীবী পরিষদের উদ্যোগে- দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টকারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের প্রতিহত করার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে ট্রান্সমিশন লাইনে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় আহত হলেন নেসকোর দুই কর্মী “মরতে হলে একসাথে মরবো, বাঁচতে হলে একসাথে বাঁচবো”—গলাখালী জনসভায় হাসান মামুন গাজীপুরে এক রাতে ৩টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড কাশিমপুরে চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ। অনিয়ম ও অবহেলার লালমোহন হাসপাতাল : নিজেই একটা আস্ত রোগী মনোনয়ন নিয়ে বিএনপির টানাপোড়েন : নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই গোপালপুরে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ ধোবাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু… ৩১ দফা বাস্তবায়িত হলে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হবে: আবু সাঈদ চাঁদ

সিরাজগঞ্জে স্কুল শিক্ষার্থীদের জাতীয় দাবা খেলা প্রতিযোগিতা সমাপ্ত 

সাথী সুলতানা
  • আপডেট টাইম : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৪ বার পঠিত

বুদ্ধির খেলা দাবা শিখি, মানসিক স্বাস্থ্য ভালো রাখি” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে মার্কস একটিভ জাতীয় স্কুল দাবা খেলার ২ দিনব্যাপি প্রতিযোগিতা ২০২২ এর সমাপ্ত হয়েছে ।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের বীরমুক্তিযোদ্ধা শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে দুই দিনব্যাপি এ দাবা খেলা প্রতিযোগিতার ফলাফল ঘোষণার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, শিশু- কিশোর স্কুল শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষতা বিকাশের লক্ষ্যে ক্রীড়া ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বর্তমানে অস্থিরপ্রবণ মনমানসিকতায় শিশুরা বেড়ে উঠছে। আগামী

দিনের জন্য শিশুর নিয়মশৃঙ্খলা দৃঢ় ধৈর্য্যশীলতা হারাতে পারে শিশু-কিশোরদের সুকুমারবৃত্তি চর্চার জন্য ও ধৈর্য্যশীলতা অর্জনের জন্য দাবা খেলার উত্তম একটি মাধ্যম। তিনি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন অংশগ্রহণে আয়োজকদের সহ অভিভাবকদেরকে ধন্যবাদ জানান। তিনি আগামীতে জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে দাবা খেলা প্রতিযোগিতা আয়োজন করবেন বলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম( বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম (অপরাধ ডিএসবি), আন্তর্জাতিক দাবা মাষ্টার, সিরাজগঞ্জের কৃতিসন্তান, বাংলাদেশ দাবা ক্রীড়া সমিতির সভাপতি মোঃ আবু সুফিয়ান শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়াবিদ মোঃ গোলাম মোস্তফা সোহাগ, বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ দাবা ক্রীড়া সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও কাজিপুর উপজেলার উদগাড়ী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফয়সাল আক্তার ।

প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে বনোয়ারী লাল সরকারি হাই স্কুল (বিএল স্কুল ), দ্বিতীয় স্থান অর্জন করে সবুজ কানন স্কুল এন্ড কলেজ এবং প্রথম শ্রেষ্ঠ খেলোয়াড় সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শুভজিৎ চক্রবর্তী, দ্বিতীয় স্থান অর্জন করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্হান অর্জন করে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন ফেরদৌস, চতুর্থ স্থান অর্জন করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এসএম আবু বকর হিমেল, পঞ্চম স্থান অর্জন করে সবুজ কানন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী পরশো ঘোষ, ষষ্ঠ স্থান অধিকার করে জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাওছার আহাম্মেদ। প্রতিযোগিতায় ৩ টি গ্রুপে প্রায় ১৮ জন অংশগ্রহণ করে। প্রথম পর্বে প্রায় ৩২ জন শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ গ্রহণ করে। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সনদ প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। শুভেচ্ছা স্মারক ক্রেস্ট অতিথিদের মাঝে প্রদান করা হয়। প্রথম স্থান অর্জন কারি বিএল স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম ও দ্বিতীয় স্থান অর্জন কারি সবুজ কানন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম ও শিক্ষক নূরে এ আলম হীরা বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।

 

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ ছাড়াও , অংশ গ্রহণকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিনিধি ও অভিভাবকদের একাংশ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991