মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন
ঘোষনা
অবশেষে নীলফামারীতেই হচ্ছে চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল দারোয়ানী টেক্সটাইল মাঠে ২৫ একর জায়গার উপর নির্মিত হচ্ছে এই হাসপাতাল রাঙ্গাবালীতে লাইসেন্সবিহীন ৩৮ টির বেশি করাতকল( স্ব-মিল)বন বিভাগ নিরব ভুমিকায়। ট্রেনের টিকিটসহ ৩ জন কালোবাজারী গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪/কেজি গাঁজা উদ্ধার। নীলফামারী – ২ আসনে বিএনপি’র প্রার্থী সাইফুল্লাহ রুবেল ঢাকা-১৪, ১৫ ও ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীদের প্রতি এলাকাবাসীর শুভেচ্ছা ও সংবর্ধনা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন গলাচিপা-দশমিনায় হাসান মামুন এর নাম প্রার্থী তালিকায় না থাকায় ক্ষোভের ঝড় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওবাসীর ভালোবাসায় ধানের শীষ প্রতীক পেলেন আজহারুল ইসলাম মান্নান খেলাধুলা থেকে রাজনীতিতে আজ ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলা, ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৭১ বার পঠিত

 

শামীম আল মামুন
স্টাফ রিপোর্টার

গাজীপুরে শ্রীপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিক মুজাহিদ বাদী হয়ে ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার বরমী ইউনিয়ন পরিষদ চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক মুজাহিদ (২৬)। মো. মোজাহিদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা গ্রামের জর্জ মিয়ার ছেলে। তিনি দৈনিক সংবাদ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি।

আসামিরা হলেন, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন (৫০), বরমী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. মারুফ শেখ মোক্তার (৩৫), বরমী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ (৪৮) ও মো. সাইফুল ইসলাম।

তদন্ত কমিটির উপস্থিতিতে হামলা, শেষ না করেই ফিরলেন উপপরিচালকতদন্ত কমিটির উপস্থিতিতে হামলা, শেষ না করেই ফিরলেন উপপরিচালক
মামলা সূত্রে জানা যায়, বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে আসে গাজীপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো. কামরুজ্জামান। এসব বিষয়ের সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক মুজাহিদ। এ সময় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কয়েজন মারধর করতে থাকেন সাংবাদিক মুজাহিদকে।

এভাবে তিন দফা মারধরের পর তাঁকে ইউনিয়ন পরিষদের একটি রুমে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর ৯৯৯ কল পেয়ে পুলিশের একাধিক সদস্য গিয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

চেয়ারম্যানের বিরুদ্ধে নামমাত্র প্রকল্প দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মেম্বারদের অনাস্থা চেয়ারম্যানের বিরুদ্ধে নামমাত্র প্রকল্প দিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মেম্বারদের অনাস্থা
হামলার শিকার গুরুতর আহত সাংবাদিক মোজাহিদ বলেন, ‘চেয়ারম্যানের দুর্নীতি বিষয়ে রিপোর্ট সংগ্রহ করতে বরমী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রবেশ করি। স্থানীয় বাসিন্দাদের অনুমতি নিয়ে ভিডিও বক্তব্য নেওয়ার সময় ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এসে আমার গলা চেপে ধরে। এরপর দুজন ইউপি সদস্য এসে সজোরে মারধর শুরু করে। এভাবে আমাকে তিন দফা মারধর করে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রাখে। মারধরের কারণে আমার চোখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়।’

শ্রীপুর থানার উপপরিদর্শক তদন্ত আজিজুর ইসলাম বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান ও দুজন ইউপি সদস্যসহ চারজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991