সোমবার, ০৬ মে ২০২৪, ০২:০৬ পূর্বাহ্ন
ঘোষনা
ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় আব্দুল্লাহ (৭) ফিরে পেল তার পরিবারকে তীব্র তাপপ্রবাহে মহাসড়কের বেহালদশা: ঘটতে পারে প্রাণঘাতী দূর্ঘটনা প্রচারণায় এগিয়ে রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী লিটন খান সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময় ধামইরহাটে নির্বাচনের মাঠে এগিয়ে আছেন আজহার আলী মন্ডল রূপনগর বেড়িবাঁধে ২টি সিসা তৈরির কারখানা চলছে হুমকির মুখে প্রাকৃতিক পরিবেশ জীব ও বৈচিত্র শাহজাদপুরে বারো লক্ষ টাকার বিনিময়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ; ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিকতা কতটুকু স্বাধীন উপজেলা নির্বাচন হবে প্রভাবমুক্ত- প্রতিমন্ত্রী মহিববুর রহমান ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ৭ দফা দাবিতে, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১৩২ বার পঠিত

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান:- সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে নিরাপদ সড়ক ও বাসস্ট্যান্ডসহ ৭ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে শিক্ষার্থীরাসহ পাঁচ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে পুলিশ এসে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করলে সড়ক অবরোধ সরিয়ে নেওয়া হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার তুলসীঘাট বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করা হয়।স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে বক্তব্য দেন সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সরকার মিটুল, ইউপি সদস্য মঞ্জু, রফিকুলসহ এলাকাবাসী।
এসময় বক্তারা তুলসীঘাট বাজারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সাত দফা বাস্তবায়নের জোর দাবি জানান।দাবিগুলো হলো- তুলসীঘাট চৌমাথা এলাকায় যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ সদস্য নিয়োগ দিতে হবে। ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। তুলসীঘাট ব্রিজের পশ্চিমপ্রান্তে ও মুক্তিযোদ্ধা চত্বরের সামনের সড়কে ২ টি স্প্রিড ব্রেকার নির্মাণ ও রং দ্বারা চিহ্নিত করতে হবে। সংযোগ রাস্তার মুখে দাড়িয়ে বাস, অটোরিকশার, যাত্রী ওঠা-নামা বন্ধ করতে হবে। তুলসীঘাট চৌমাথা মোড়ে উভয়দিকে ১০০ মিটারের মধ্যে অটোরিকশা দাড়ানো বা পার্কিং নিষিদ্ধ করতে হবে। যানজট নিরসন ও নিয়ন্ত্রণে তুলসীঘাট চৌমাথার মোড়ে সিসি ক্যামেরা স্থাপন পূর্বক মনিটরিং করতে হবে। রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান মানববন্ধনকারিদের উদ্দেশে বলেন, পুলিশ এই দাবির সঙ্গে একমত পোষণ করছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
এর আগে শুক্রবার (১৮ নভেম্বর) গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাজার এলাকায় সড়কে বেপরোয়া বাসচাপায় ছাবিনা বেগম (৪৫) ও তার নাতনী টিয়া মনির (৫) মৃত্যু হয়। এরই জের ধরে সাত দফা বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থী ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991