
আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার বাইপাস সড়কে ট্রাকের চাপায় মোঃ আব্দুল্লাহ্ শেখ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরার বাইপাস সড়কের খড়িবিলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আলমগীর হোসেন ও নূর ইসলাম জানান, মোটরসাইকেলটি মেডিকেল কলেজ থেকে বিনেরপোতা অভিমুখে যাচ্ছিলো। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল্লাহ্ শেখ চাকায় পিষ্ট হয়ে মারা যান। একই সাথে ট্রাকটিও নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহাট উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও এ