
শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র ক্রাইম রিপোর্টার: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, সিরাজগঞ্জ র্যাব-১২’র অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ১৭/০১/২০২৩ ইং মঙ্গলবার, রাত ১০:টা ৩০:ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র বগুড়া ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন বগুড়া-নওগাঁ মহাসড়কে দুপচাঁচিয়া মাছ বাজার সংলগ্ন বাপ্পি মৎস আড়ৎ এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটও কার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ ১/মোঃ সোবাহান হোসেন (৪১), পিতা- মৃত আমজাদ হোসেন, ২/মোঃ শামীম হোসেন(৩০), পিতা- মোঃ সামাদ হোসেন, উভয়ের সাং- চকসূত্রাপুর কসাইপাড়া, থানা ও জেলা- বগুড়া।