সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা বিশেষ সম্মাননা প্রদান করা হয় দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহকে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা এ সম্মাননা প্রদান করা হয়। দেবহাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক ও সন্তাস দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ভুমিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) সাজ্জাদ হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এম জে সোহেল সহ সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।