গোপালগঞ্জের কাশিয়ানীতে দোকানদারকে মারপিট করে নগদ ৬০ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ১২ এপ্রিল ২০২৩ ইংরেজী তারিখ রাত আনুমানিক ৭:৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত দোকানদার নাজমুল মোল্যাকে প্রতিবেশীরা উদ্ধার করে।
নাজমুল মোল্যা কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো: আজিজুল মোল্যার কনিষ্ঠ ছেলে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, নাজমুল মোল্যা সাবেক ওয়ার্ড চেয়ারম্যান ফজিলা বেগমের বাড়ির সামনে দোকান দিয়ে ব্যবসা করছেন।
মঙ্গলবার রাত ৭:৫০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করে ছিলেন নাজমুল। ০৩টি মোটরসাইকেলে করে ৯ জন ছেলে এসে দোকানের সামনে দাড়ায় এবং সিগারেট চায়, দোকান খোলা মাত্র তার উপর অতর্কিত হামলা চালায়। নাজমুলের সমস্ত শরীরে এলোপাতাড়ি মারপিট করে। নাজমুলের পিঠ এবং হাতের আঙ্গুলে মারাত্নক আঘাত পান । এরপর তারা নগদ ৬০হাজার টাকা দোকান থেকে নিয়ে যায় এবং দোকান ভাঙ্গচুর করে । নাজমুলের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে এসে নাজমুলকে উদ্ধার করে হামলাকারীদের ধাওয়া করলে পালানোর সময় একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে এবং হামলাকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি থানায় নিয়ে যায়। অতপর নাজমুলকে আমরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
এ বিষয়ে কাশিয়ানী থানার তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহন করা হবে। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি পালসার মটর সাইকেল জ্বব্দ করেছি।