চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩ বিজিবি) এর একটি অপারেশন দল ১৩ এপ্রিল ২০২৩ ইং তারিখ রাত ১২:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামস্থ ধৃত আসামী মোঃ শফিকুল ইসলাম লাদেন (৪৫), পিতা-মৃত আব্দুর রাজ্জাক তাহসান, মাতা-মোছাঃ নুরজাহান, সাং-কোদালকাটি জেলেপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে তার বসত বাড়ির টয়লেটের ট্যাংকের পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৭.১৩০ হেরোইন সহ আটক করে।
চাঁপাইনবাবগঞ্জের পোলাডাঙ্গা সীমান্তে হেরোইনের একটি বিশাল চালানের তথ্য ক্যাম্পের আভিযানিক দলের কাছে ছিল। এ তথ্যের উপর ভিত্তি করে দীর্ঘদিন ধরে ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। কিন্তু সীমান্তের দুর্গম এলাকায় আসামির বসবাস এবং উক্ত এলাকায় তার শক্তিশালী সিন্ডিকেটের কারণে তাকে কোনোভাবেই ধরার সম্ভব হয়নি। পরবর্তীতে ক্যাম্পের গোয়েন্দা দলের অক্লান্ত পরিশ্রমে নদীপথে মোটরচালিত নৌকা যোগে ছদ্মবেশে চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে আটক করা যায়। আসামীর বাড়ি সীমান্ত সংলগ্ন হওয়ায় ৫৩ বিজিবি, পোলডাঙ্গা ক্যাম্পের টহল দলের সার্বিক সহযোগিতায় এবং সাক্ষীর সম্মুখে আসামির বসতবাড়ী এবং তৎসংলগ্ন এলাকা তল্লাশি করে ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইন আটক করা হয়। উল্লেখ্য, এই এলাকায় গ্রেফতারকৃত আসামি হেরোইন আমদানির গডফাদার হিসেবে পরিচিত। হেরোইন বেচাকেনার অভিযোগে পূর্বে তার নামে চারটি মাদক মামলা রয়েছে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।