অদ্য ০৬ মে ২০২৩ খ্রিঃ গাইবান্ধা কোর্ট পুলিশ অফিস বার্ষিক এবং(এ-সার্কেল) অফিস অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়।
ডিআইজি মহোদয় গাইবান্ধা কোর্ট পুলিশ অফিসে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার শেষে ডিআইজি মহোদয় গাইবান্ধা কোর্ট পুলিশ অফিসের নথিপত্র, মালখানা, ফোর্সদের ব্যারাক পরিদর্শন করেন । কোর্টে কর্মরত অফিসার – ফোর্সদের সঙ্গে মতবিনিময়, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। ডিআইজি মহোদয় বার্ষিক পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরবর্তীতে মাননীয় ডিআইজি মহোদয় এ-সার্কেল অফিস অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব উদয় কুমার সাহা, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), জনাব শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, অফিসার ইনচার্জ(সদর থানা), ওসি ডিবি, টিআই প্রশাসন, ডিআইও-১ আর আই(পুলিশ লাইন্স),গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্স ও ফোর্সবৃন্দ।