ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী মহানগর শ্রমিক লীগের বিশেষ অভিযান
মোঃ রাজন ইসলাম রিপোর্টার রাজশাহী:
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় রাজশাহী মহানগরীর ০৯ নং ওয়ার্ডের লালন শাহ্ মুক্তমঞ্চ এলাকায় মশা নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী মহানগর শ্রমিক লীগ মোঃ আকতার আলী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা ও মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই। এসব বিষয়ে কার্যক্রম আরও বাড়ানো হবে। ডেঙ্গু মশার বংশবিস্তার রোধ, ঝোপঝাড়,জঙ্গল পরিষ্কার, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়।
রাশেদুজ্জামান রাশেদ আরো বলেন,
ডেঙ্গু জ্বর হওয়ার প্রধান কারণ হচ্ছে এডিস মশা। তাই মশা নিয়ন্ত্রণই হচ্ছে ডেঙ্গু জ্বর প্রতিরোধ তথা তার প্রকোপ কমানোর প্রধান উপায়। মশার প্রজনন ক্ষেত্র বা ডিম পাড়ার স্থান যা-ই বলি না কেন, এগুলোকে আগে ধ্বংস করতে হবে। বড় বড় ভবনের আশপাশে, কোণায় কোণায়, ডাস্টবিন ও এর আশপাশের স্থান; এমনকি ঘরের হাঁড়ি-পাতিল, বদনা এসব স্থানেও যেন চার-পাঁচ দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আকতার আলী, সহ-সভাপতি জহুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জীবন আলী
, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ কাবাতুল্লাহ্ জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, পানি উন্নয়ন বোর্ডের নেতা আকতার আলী, জনতা ব্যাংক সিবিএর সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর,সড়ক ও জনপদের নেতা বুলবুল আহম্মদ, গ্যাস শ্রমিক লীগ, ফার্নিচার, ট্রাক, সড়ক পরিবহন শ্রমিকলীগ
ইজিবাইক শ্রমিক লীগ, সহ বিভিন্ন স্তরের নেতা কমিবৃন্দ উপস্থিত ছিলেন।