
রংপুরে আলুর কেজি ৮০, বেড়েছে মুরগির দামও
মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর ব্যুরো প্রধানঃ
করবে তখন হয়তো আমরা স্টোর ব্যবসায়ীরা বেচাকেনা করতে পারব। এছাড়া এখন আমদের কোনো বেচাকেনা নেই।
অন্যদিকে, ভোক্তা পর্যায়ে আলুর দাম সহনীয় রাখতে রংপুরে খোলা ট্রাকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। জেলা প্রশাসন এবং আলু চাষি ও ব্যবসায়ী সমিতি এই উদ্যোগ নিয়েছে। সিটি করপোরেশনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও চলছে এই কার্যক্রম। এতে কম দামে আলু পাওয়ায় ভোক্তাদের মাঝে কিছুটা স্বস্তি মিললেও চাহিদার তুলনায় সেটিও অপ্রতুল। আর কাচা বাজারগুলো থাকছে বেঁধে দেওয়া দামের ধরাছোঁয়ার বাইরে।
রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, ‘ভোক্তা পর্যায়ে সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করতে হিমাগারের সঙ্গে বাজারগুলোতে নজরদারি করা হচ্ছে। পাশাপাশি টিসিবির কার্যক্রম জেলাসহ উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ে চালু করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সঠিক দামে আলু কিনতে পারেন আমরা সেটি নিশ্চিত করতে কাজ করছি।’