রবিবার, ১৯ মে ২০২৪, ০৫:৩৯ পূর্বাহ্ন
ঘোষনা
শ্রীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তে সভা অনুষ্ঠিত যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশে’র অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ। কালীগঞ্জে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত সোনারগাঁয়ে আ.লীগ নেতার বংশ উচ্ছেদের হুমকী, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সোনারগাঁয়ে এমপি কায়সারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মানব বন্ধন রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মূলহোতাসহ ১১ গ্রেপ্তার *বিএডিসি দত্তনগর কৃষি খামার যখন দুর্নীতির স্বর্গ স্থল* জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর মতিহার থানা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংসদীয় আসন সিরাজগঞ্জ-৬ নৌকার প্রার্থী চয়ন ইসলামের বিরামহীন প্রচার-প্রচারনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ বার পঠিত

 

কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:৷ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর থেকে সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভিন্ন ভিন্ন কৌশলে প্রচার- প্রচারনা শুরু করেছেন । আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলাম দলীয় নেতাদের সাথে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বিরামহীনভাবে প্রচার-প্রচারণা ও গনসংযোগ শুরু করেছেন।

গত দুই দিনে তিনি শাহজাদপুর পৌরসভা সহ উপজেলার খুকনী, কৈজুরী, জালালপুর, বেলতৈল, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নের ১০টি স্থানে নির্বাচনী সভা ও পথসভা করেছেন। এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ডে তিনি মতবিনিময় সভা করেছেন।

এসব সভায় চয়ন ইসলাম শাহজাদপুর সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রজ্ঞা, দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে শাহজাদপুরে যে ব্যপক উন্নয়নমূলক কাজ হয়েছে তা দৃশ্যমান। তাই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। চয়ন ইসলাম বলেন, তিনি নির্বাচিত হলে শাহজাদপুরকে মাদক, সন্ত্রাস, দূর্নীতি ও চাঁদাবাজী মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

অন্যদিকে বিএনপি – জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন বর্জন করে হরতাল অবরোধের নামে তারা দেশব্যাপী আগুনসন্ত্রাস, হত্যা ও নাশকতার পথ বেছে নিয়েছে। বিএনপি – জামায়াত নির্বাচনকে ভয় পায় তাই তারা দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করে অবৈধ পথে ক্ষমতায় আসতে চায়। তিনি বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ড ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসব সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ আব্দুল হামিদ লাবলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সহ -সভাপতি সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, সাবেক পৌরসভার মেয়র নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, ভিপি আব্দুর রহিম, সদস্য আওয়ামী লীগ শাহজানপুর উপজেলা কে এম নাছির উদ্দীন, সদস্য আওয়ামী লীগ শাহজানপুর থানা আমিরুল ইসলাম শাহু, আব্দুল আউয়াল, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার, সেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, সাধারন সম্পাদক মারুফ হোসেন সুনাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ রাসেল সহ নির্বাচনী প্রচারণায় দশটা ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন চয়ন ইসলামের সঙ্গে এর মধ্যে বক্তব্য রাখেন সনাতনী ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান এবং হাবিবুল্লা নগর ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু ও অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩ টি ইউনিয়ন নিয়ে সিরাজগঞ্জ – ৬ আসন গঠিত। এ আসনে জাসদ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, তৃনমুল বিএনপি, বিএনএম, বিএসপি ও একজন সতন্ত্র সহ ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991