বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

ঝিনাইদহের সন্তান যশোরে ট্রেনের ধাক্কায় নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩ বার পঠিত

 

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার কোটচাঁদপুরঃ           ২৪ ডিসেম্বর (রবিবার) ভোর সাড়ে পাঁচটার দিকে চৌগাছা যশোর সড়কের চূড়ামনকাটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিক ওহিদুজ্জামান মিলন ঘটনাস্থল থেকে জানান, ট্রেনটি খুলনার দিকে এবং ভুষিবোঝাই ট্রাকটি চৌগাছার দিকে যাচ্ছিল। রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান না থাকায় ট্রাকটি রেল লাইনের উপর ট্রেনের সাথে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানান, নিহতরা হলেন ট্রাকচালক পারভেজ (৫০) ও হেলপার নাজমুল (৪০)। তাদের বাড়ি যথাক্রমে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রাম এবং মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন বলেন, সকাল ৫টা ৪৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ভুষিবোঝাই ট্রাকটি উল্টে গেছিল তার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আমরা স্পট ডেড হিসেবে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করি। পরে পুলিশ এসে ট্রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলে। স্থানীয় সাজিয়ালি ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশের। যশোর রেল পুলিশের এসআই শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুই জনেরই মৃত্যু হয়েছে। তাদের সুরতহাল রিপোর্ট করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991