
ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি শারমীন আরা:. রবিবার দুপুরে ঝিনাইদহে মৃত শ্রমিক ও অসুস্থ শ্রমিক পরিবারে ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ২০ টি শ্রমিক পরিবারের মধ্যে এসব নগদ অর্থ বিতরন করা হয়েছে।
শ্রমিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরনকালে
উপস্থিত ছিলেন
ঝিনাইদহ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবদুল হাই এম পি, ঝিনাইদহের মানবীক পৌর মেয়র
জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,
ঝিনাইদা ট্রাক ইউনিয়ন সংগঠনের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক
অলিয়ার রহমান,
আ. লীগ নেতা জীবন বাবু, বাস-মিনিবাস নেতা রোকনুজ্জামান রানু প্রমুখ।
এসময় ট্রাক শ্রমিক ইউনিয়নের জন্য পাঁচ লাখ টাকা অনুদানের ঘোষনা করেন মানবীক পৌরমেয়র জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। সেসময় ট্রাক শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা মানবীক পৌরমেয়র জনাব কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।