বুধবার, ০৮ মে ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন

শামীম আল মামুন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ১৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল শিরোনামে সংবাদ প্রচার করায় সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন বিরুদ্ধে হররানি মূলক মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলার কর্মরত সাংবাদিক সমাজের ব্যান্যারে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।

এতে জেলা ও উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন। গাজীপুর টেলিভিশন ক্লাবের সভাপতি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক ফজলুল হক মড়লের সভাপতিত্বে ও এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি আরিফ আবিরের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা সাংবাদিক মিলনের বিরুদ্ধে করা মানহানি মামলার তীব্র প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার সামনে থেকে শ্রীপুর- গোসিংগা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে শেষ হয়।

গত ১১ মার্চ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল শিরোনামে গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রচার করা হয়।

এরপর সাইফুল নিজে বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ বুধবার(২৩ মার্চ) সকালে মিলন ছাড়াও সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদকে অভিযুক্ত করে মামলাটি করেন।

পরে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
আগামী ১৬ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সাইফুল ইসলাম গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের ওয়াজ উদ্দিন ছেলে।১৯৯৪ সালে এসএসসি পাসের পর সাইফুল ভর্তি হন টঙ্গী সরকারি কলেজে। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকও হন তিনি। পরে উত্তরায় একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991