
মো: ফারুক হোসেন ব্যুরো প্রধান:
রাজশাহীতে জমি দখল ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আমাদের জমি থাকা সত্ত্বেও এতিম হওয়ার কারণে রাস্তায় থাকতে হচ্ছে, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া লাগতেছে।
শনিবার (১৫ মার্চ) রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেরিনা খাতুন।
সংবাদ সম্মেলনে মেরিনা খাতুন বলেন, আমার বাবা মারা যাওয়ার পর চাচারা আমার মাকে মারধর করে এবং আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি প্রদান করে। আমার বাবার জমি জোরকরে দখল করে নেয় এবং আমাদেরকে বাসা থেকে বের করে দেয়।
মেরিনা খাতুন আরও বলেন, আমার চাচারা আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত থাকায় তৎকালীন চেয়ারম্যানের কাছে বিচার দিয়েও লাভ হয়নি। আমি শুনেছি বর্তমানে যে জেলা প্রশাসক আছেন ওনি খুব ভালো মনের মানুষ। আমার বিশ্বাস ওনি এই এতিমদের জমি ফিরিয়ে দিবেন এবং অপরাধীদের বিচার করবেন।
মেরিনা বলেন, আমরা এখন রেললাইনের পাশে মানবেতর জীবন যাপন করতেছি। ৩ বেলা খাইতে পারি না। একবেলা খাবারের জন্য আমার মা অসুস্থ শরীরে মানুষের বাড়িতে কাজ করে। টাকা না থাকায় ভালো চিকিৎসা করতে ও ওষুধ খেতে পারে না।
এ ঘটনায় সিদ্দিকুর রহমানের স্ত্রী মোসা. সাবিরা (৬৭) বাদী হয়ে হাবিবুর রহমান (৬৭), মো খয়বর রহমান (৬৩) উভয়ের পিতা মৃত ওসমান মন্ডলসহ ৫ জনের নামে দামকুড়া থানায় অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবিরার স্বামী মারা যাওয়ার পর থেকে বিবাদীরা সামিরা ও তার তিন মেয়ে সন্তানের উপর নির্যাতন শুরু করে। তাদের পাওনা জমি চাইতে গেলে সামিরাকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং স্বামীর পাওনা জমি দেবে না বলে স্বীকার করে এবং বিভিন্ন প্রকার হুমকি-ধমকি দেয়।