 
																
								
                                    
									
                                 
							
							 
                    
স্টাফ রিপোর্টার পারভেজ দেওয়ান সাভারে টানা ৪০ দিন মসজিদে জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেল পৌর এলাকার ১২জন শিশু কিশোর তাদের প্রত্যককে পুরস্কার হিসেবে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে এছাড়াl প্রতিযোগিতায় অংশ নেওয়া আরও ৫১ জনকে স্কুল ব্যাগ ও ছাতা সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয় I শুক্রবার (২৫ এ এপ্রিল) বিকেলে পৌরসভার সুবহান বাঘ জামে মসজিদ ও সুবাহান বাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে এসব পুরস্কার দেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপস্থিত থেকে শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান অতিথি বক্তব্য করছেন লায়ন মোহাম্মদ খোরশেদ আলম বলেন শিশুদের চরিত্র গঠনে একটি একটি চমৎকার উদ্যোগ আমাদের সমাজে যখন মাদকের সরাসরি তখন নামাজ পড়ার পরে যদি তা একটি প্রশংসনীয় আয়োজন আমি মনে করি প্রতিযোগী শেষ ওরা নামাজে অন্তর্ভুক্ত হয়ে গেছে তারা কোন অন্যায় কাজে জড়াতে পারে নাl এমন আয়োজনে আমাদের সমাজকে একটি কিশো গ্যাং মুক্ত করবে