 
																
								
                                    
									
                                 
							
							 
                    
শারমিন আরা ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলায় চার জন পুলিশ সদস্যদের পদোন্নতিতে র্যাংকিং ব্যাজ পরিয়ে দিলেন, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার।
রবিবার ২৭-০৪-২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকার সময় ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে ঝিনাইদহ জেলায় সদ্য পদোন্নতি প্রাপ্ত ০৪ (চার) জন পুলিশ সদস্য
জনাব মোঃ মনিরুল ইসলাম এএসআই থেকে এসআই পদোন্নতি পেলেন,
জনাব মোঃ শহিদুল ইসলাম এএসআই পদে পদোন্নতি পেলেন,
জনাব মোঃ পারভেজ ও
মোঃ মেহেদী হাসান হাবিলদার পদে পদোন্নতি পেলেন।
পদোন্নতি প্রাপ্ত চার জনকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম মহোদয়।
এ সময় সম্মানিত পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং একই সাথে তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ইমরান জাকারিয়া,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ঝিনাইদহ।
এসময় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার বলেন দেশ ও জাতির কল্যানে সর্বদা কাজ করে যাবেন।