আঃ মান্নান টিপু ফরিদগঞ্জ: ফরিদগঞ্জ সদরে এক প্রবাসীর বসত ঘরে লোমহর্ষক চুরির ঘটনা ঘটেছে। চুরির সময় দুর্বৃত্তরা আনুমানিক ৮ ভরি স্বর্ণ ও প্রায় ২ লাখ টাকা নগদ লুট করে। চরির সময় ওই ঘরের লোকজন বাড়ীতে ছিলো বলে প্রবাসীর পরিবারের সদস্যরা জানান। চুরির বিষয়টি নিয়ে মাসনিকভাবে ভেঙ্গে পড়েছেন প্রবাসীর পরিবার। ওই ঘটনা ফরিদগঞ্জের কেরোয়া গ্রামের ব্রীজের কাছেই ঘটেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধু ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন জানাজায় যে প্রবাসীর স্ত্রী জেসমিন বেগম (৩৫) গত ২৩ শে জুন দুপুর প্রায় ১২ টার দিকে ঘরের দরজায় তালা বদ্ধ করে রামদাসেরবাগ পিত্রালয়প বেড়াতে যান। পরে ২৭ তারিখ শুক্রবার বিকাল আনুমানি ৩ ঘটিকায় তাহার ঘরে ফেরে প্রবেশ করতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা আটকানো রয়েছে । তখন সিটকিরি ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন রুমের সমস্ত আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে । পরে খুঁজে দেখেন, জানালার গ্রিল কেটে দুর্বৃত্ত ভিতরে প্রবেশ করেছে।
আলমিরাতে রাখা ৭ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। যাহার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা হবে। এ ছাড়াও, নগদ প্রায় ২ লাখ টাকা এবং মাটির ব্যাংক ভেঙ্গে আরও প্রায় ৭০ হাজার টাকা নিয়েছে। গৃহবধু জেসমিন বেগম জানায় আমি থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি। আমি চুরির বিচার চাই সাথে চুরি হওয়া সমস্ত মালামাল উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তথা থানা পুলিশ বাহিনীর কার্যকর সদোদ্যোগ আশা করছি। এমন চুরির ঘটনায় তাহারা মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।
ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহ আলম সাহেব বলেন আমরা চুরি হওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। আমাদের ফোর্স প্রাথমিক তদন্ত করেছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান থাকবে। তবে জনগণকেও সজাগ থাকতে হবে।