মোঃ বকুল মিয়া ক্রাইম রিপোর্টার:
ব্রহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার (৩১ জুলাই)থেকে নিখোঁজ নুসরাত জাহান (১২) ও ইসরাত জাহান মীম (৫) নামে দুই বোন মামার বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দুই শিশুর বাবা মো. ছবির হোসেন শুক্রবার (১ আগস্ট) সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক ছবীর হোসেনের মাদরাসা পড়ুয়া দুই মেয়ে পাশের গ্রাম বুড্ডায় মামার বাড়িতে বেড়াতে যায়।
বাড়িতে আসার কথা বলে বৃহস্পতিবার বিকেলে তারা বের হয়। এরপর থেকে আর খোঁজ মিলছে না। তাদের নিখোঁজের বিষয়ে এলাকায় মাইকিং করা হয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সন্ধান চেয়ে সংবাদ প্রচার করা হয় । এ অবস্থায় তাদের না পেয়ে ছবীর হোসেন ও তার স্ত্রী ভেঙ্গে পড়েন তাদের পরিবারে নেমে আসে শুকের ছায়া ।
নুসরাত ও ইসরাতের চাচাতো ভাই মো. রিফাত শুক্রবার বিকেলে জানান, মামার বাড়ি ও নিজেদের বাড়ি খুব বেশি দূরত্ব নয় বলে তারা প্রায়ই একা যাওয়া-আসা করে। বৃহস্পতিবার বিকেলে বাড়ি আসার কথা বলে বুড্ডার গ্রামের মামার বাড়ি থেকে তারা বের হয়। এরপর থেকে তাদের পাওয়া যাচ্ছে না। কাছে এবং দূরের সব আত্মীয়স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে।কোথাও পাওয়া যায়নি।
এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জিডির তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. কবির হোসেনের মোবাইল ফোনে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।