 
																
								
                                    
									
                                 
							
							 
                    
বগুড়ায় র্যাবের অভিযানে ০১টি বিদেশী পিস্তল-সহ সন্ত্রাসী সানোয়ার
গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ০৪ এপ্রিল ২০২২ ইং তারিখে ভোর ৫:২০ মিনিটে জানতে পারে, পঞ্চগড় হইতে ঢাকাগামী বাসে একজন মাদক-ব্যাবসায়ী ফেন্সিডিল বহন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি দল শাজাহানপুর থানাধীন বনানী মোড় পর্যটন মোটেল এর গেটের সামনে ঢাকাগামী বাসের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে, পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ডাংগাপাড়া এলাকার মোঃ হজরত আলীর ছেলে মোঃ সানোয়ার হোসেন কে গ্রেফতার করে।
গ্রেফতার-কৃত সানোয়ার কে বিভিন্ন কলাকৌশলে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় তার হেফাজতে বেআইনি অস্ত্র আছে। পরবর্তীতে তার কাছ থেকে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১২ কোম্পানী কমান্ডার মোঃ সোহরাব হোসেন বলেন, র্যাবের এ ধরনের চাঞ্চল্যকর অপরাধ বিরোধী আভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।