সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশ কতৃক আলামত উদ্ধার সহ ০২ চোরাকারবারী গ্রেফতার করা হয়েছে। আজ-(০৮/09/2025)সেপ্টেম্বর দুপুর ১:১৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশেরএকটি চৌকস টিম বিশেষ অভিযানে পরিচালাকালীন আশুগঞ্জ টুলপ্লাজা ঢাকা গামী হাইওয়ে রোড হইতে-০২ জন চোরাকারবারীকে গ্রেফতার করা।এ সময় তাদের হেফাজতে -৪৫(পয়তাল্লিশ)টি কাটুনের বিতর রক্ষিত /১০৮০-এক হাজার আশি টি/বিদেশি চকলেটের বয়াম ও০১টি হায়েস গাড়ী সহ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধী মোতাবেক জব্দ তালিকা মূল জব্দ করে। গোপন ভিত্তিতে জানা যায় দীর্ঘদিন ধরে এই চোক্র টি চোরাকারবারি করে যাচ্ছে। আশুগঞ্জ এলাকাবাসী বলেন, আসামিগনদের দ্রুত কঠিন শাস্তির দাবি জানাচ্ছে। আরো বলেন, চোরাকারবারি দের সাথে। এই চক্রের জারা জড়িত আছে।এদের কে আইনের আওতায় আনা হোক। গ্রেফতারকতৃ আসামিদের নাম ঠিকানা। ১/মাসতুরা আক্তার(৪২) স্বামি-মৃত আশিকুর রহমান প্রকাশ নিপুন সাং-হারিদিয়া থানা-লৌহজং জেলা- মুন্সিগঞ্জ ২/মো:শহিদুল ইসলাম রনি(২৭) পিতা-রফিকুল ইসলাম সাং-কুড়াকুট থানা -নাঙ্গলকোট জেলা- কুমিল্লা গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজ করা হয়েছে।