ঢাকা জেলা ষ্টাফ রিপোর্টার – সৈয়দ উসামা বিন শিহাব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে সংবাদ সংগ্রহের সময় হৃদয়বিদারক ঘটনায় মারা গেছেন সাংবাদিক তরিকুল শিবলী (৪০)। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।