
সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা -ডিবি কতৃক০৮ কেজি গাঁজা সহ ০২ জন মহিলা মাদক কারবারারী গ্রেফতার আজ(১০/০৯/২০২৫)সেপ্টেম্বর দুপুর ১২.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা -ডিবি পুলিশের একটি চৌকস টিম আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনাকালীন মনিয়ন্দ ইউনিয়নের টানমান্দাইল এলাকা হইতে ৮ কেজি গাঁজা সহ ২ জন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জদ্ধ করা হয়।মনিয়ন্দ ইউনিনের এলাকাবাসী বলেন কয়েক বছর ধরে মহিলা মাদক কারবারি করে যাচ্ছে। এদের কারণে আমাদের এলাকায় ছেলে মেয়ে নষ্টের পথে চলে যাচ্ছে।এছাড়া তাদের সাথে যে চক্রটি জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হওক।এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হওক এলাকাবাসী বলেন। গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা। ১/মাসুমা আক্তার (২৫) পিতা-আব্দুল মুনাফ মাতা -রেখা বেগম স্বামী -মালু মিয়া সাং-খিরনাল গোপীনাথপুর থানা -কসবা জেলা -ব্রাহ্মণবাড়িয়া। ২/জান্নাত আক্তার জোনাকি(২২) পিতা-করিম মিয়া মাতা-পারভিন খাতুন স্বামী -নাইম মিয়া সাং -মুগড়া,শান্তিপুর থানা -আখাউড়া জেলা -ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজ করা হয়েছে,বলে জানিয়েছেন