শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
চট্টগ্রামের বোয়ালখালী থানার মানবিক ওসি’র উদ্যোগে সাংবাদিকের হারানো মোবাইল উদ্ধার কৃতজ্ঞতা ও প্রশংসায় ভাসছে থানাপুলিশ। ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার। কক্সবাজারে চোলাইমদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফটিকছড়ি উত্তর উপজেলা’ গঠনের প্রস্তাবের বিরুদ্ধে সুয়াবিলে সড়ক অবরোধ ধামইরহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঝিনাইদহের মহেশপুরের বাঁশবাড়িয়ায় অধ্যাপক মতিয়ার রহমানের গণসংযোগ ঢাকায় বৈঠকের পর ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপিতে ঐক্যের সুর যশোর হাসপাতালে ভুয়া এন্টার্নি নার্স আটক মুচলেকায় মুক্তি ঝিনাইদহে ঐতিহ্যবাহী ‘ঝাঁপান খেলা’ অনুষ্ঠিত ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপি নেতা শরিফুল ইসলাম সুমনের বড় বোনের ইন্তেকাল — লায়ন হারুনুর রশিদের শোক প্রকাশ ফরিদগঞ্জে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ধানের শীষের পক্ষে জনসচেতনতা বৃদ্ধি ও ৩১ দফা রূপরেখার প্রচার শাহানশাহী উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের ভাষা কর্মশালা ও ব্যারিস্টার গোলাম নবী মুক্ত পাঠাগার উদ্বোধন দিরাই শাল্লার উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে দাবাড়ু মনন রেজা নীরকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা আমিনুল হক রূপনগর ও পল্লবী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমিনুল হকের স্বেচ্ছাসেবক টিম অসহায় ২৭ টি পরিবারের পাশে মানবতার হাত বাড়ালেন ইউএনও ফারজানা রহমান রূপগঞ্জে মাজারে ভাঙচুর ও চুরি: ৮ লক্ষ টাকার ক্ষতি, জড়িতদের নিয়ে স্থানীয়দের সন্দেহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

আগ্রাবাদে নিষিদ্ধ সংগঠনের মিছিল, পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টার দিদার আলম চট্টগ্রাম

চট্টগ্রামের নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বেপারীপাড়া এলাকায় আবারও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের তৎপরতা দেখা দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে হঠাৎ করে সরকারবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশের দ্রুত অভিযানে অন্তত ১১ জনকে গ্রেফতার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা ২৫ মিনিটের দিকে হাজীপাড়া সিঙ্গাপুর মার্কেটের বিপরীতে প্রায় ৮০-৮৫ জন নেতা-কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। মুহূর্তের মধ্যে তারা আগ্রাবাদ এক্সেস রোড দিয়ে মিছিল বের করে। এসময় আশেপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে।

খবর পেয়ে সিএমপি পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়ার নির্দেশনায় এবং ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ এর তত্ত্বাবধানে ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ নেতৃত্বে একটি অভিযানিক টিম দ্রুত ঘটনাস্থলে যায়। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পুলিশ উপস্থিত হলে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন অলি-গলিতে পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় ১১ জনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়।

পুলিশ যে ১১ জনকে গ্রেফতার করেছে তারা হলেন—
১। মো: ইমরানুল হক রোমান (৪৩), শেখ মুজিব রোড, ডবলমুরিং।
২। মোঃ আনোয়ার হোসেন (৩৮), ঈদগা, হালিশহর।
৩। মোঃ মিজানুর রহমান রিয়াজ (৩২), মিস্ত্রি পাড়া, ডবলমুরিং।
৪। আবু তৈয়ব রাসেল (৪২), মহুরী পাড়া, ডবলমুরিং।
৫। শওকত আলী রনি (৪৮), পাঠানটুলি, ডবলমুরিং।
৬। আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), পশ্চিম মাদারবাড়ি, বর্তমানে বারো কোয়ার্টার, ডবলমুরিং।
৭। সাজ্জাদ (১৮), মূলত মুরাদনগর, কুমিল্লা; বর্তমানে মহুরী পাড়া, ডবলমুরিং।
৮। সাব্বির হোসন শাওন (৩০), পূর্ব মহুরী পাড়া, ডবলমুরিং।
৯। হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), বিশ্ব কলোনী, আকবরশাহ; বর্তমানে পানওয়ালাপাড়া, ডবলমুরিং।
১০। মোঃ সাইদুল ইসলাম (২৮), ছোটপুল, হালিশহর।
১১। হাজী মোঃ নুরুল হুদা (৫৭), দক্ষিণ মধ্যম হালিশহর, বন্দর।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও শ্রমিকলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড প্রসারিত করার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল। পুলিশের দাবি, এরা কৌশলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের ক্ষতিসাধন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছিল।

ঘটনার পর ডবলমুরিং মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (নং-১৫, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫) দায়ের করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর অধীনে। মামলায় গ্রেফতারকৃত ১১ জন ছাড়াও পলাতক বহু অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী আগ্রাবাদ ও আশপাশের এলাকায় টহল জোরদার করেছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনগুলোর পুনরুত্থান বা নতুন করে সক্রিয় হওয়ার কোনো চেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী বরদাস্ত করবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991