বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
ঘোষনা
রূপনগর ও পল্লবী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমিনুল হকের স্বেচ্ছাসেবক টিম অসহায় ২৭ টি পরিবারের পাশে মানবতার হাত বাড়ালেন ইউএনও ফারজানা রহমান রূপগঞ্জে মাজারে ভাঙচুর ও চুরি: ৮ লক্ষ টাকার ক্ষতি, জড়িতদের নিয়ে স্থানীয়দের সন্দেহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্কে নিবেদন করে জাতীয় কবিতা পরিষদের অনন্য এক আয়োজন । মিডিয়াকর্মি স্বর্ণময়ীর আত্মহত্যায় প্ররোচানাকারীর শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন বিজয়নগরে ১৫ টাকা কেজি ন্যায্যমূল্যের চাল বিতরণে অনিয়মের অভিযোগ বি-২১০৪ ইউনিয়নের মহাসম্পাদক মোঃ মাসুদ আলমের মাতা ইন্তেকাল করেছেন সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ধামইরহাট ও পত্নীতলার জনগণের খাদেম হয়ে কাজ করতে চান এমপি পদপ্রার্থী আব্দুর রহমান গলাচিপায় যুবদল কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন মহিপুরে বিএনপি’র কর্মী সভায় খালেদা জিয়ার সাঁজে কিশোরী বরিশালের ৬ টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি চট্টগ্রামে থানায় ঢুকে পুলিশ পেটালেন সাবেক শিবির নেতা, খুনের মামলার আসামি ছাড়ানোর চেষ্টা৷ শাহজাদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ সচেতনতাই পারে বাঁচাতে হাজার প্রাণ ;ইউএনও মোঃ কামরুজ্জামান আল্লাহ পাক আমাদের প্রিয় জনাব খান সেলিম রহমান স্যারকে দ্রুত সম্পূর্ণ আরোগ্য দান করুন — আমিন। 🤲 দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিল। পুনিয়াউট ও নয়নপুর রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভার বিরুদ্ধে অর্থ লেনদেন অভিযোগ। যশোরে পানি উন্নয়ন বোর্ডের পাউবো ঊর্ধ্বতন হিসাব সহকারী মহাসিনের বিরুদ্ধে ঠিকাদারী ও নিয়োগ বাণিজ্যের দুদকে অভিযোগ

ধোবাউড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করলেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

ধোবাউড়া -হালুয়াঘাট প্রতিনধিঃ ফরহাদ মিয়া

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিতে বিএনপি বিশ্বাসী।

আজ বুধবার দুপুরে ধোবাউড়া ডাকবাংলো হলে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় পূজা প্রস্তুতি সম্পর্কে তাঁকে অবহিত করা হয় এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আহ্বান জানান, তারেক রহমানের পাশে থেকে সকল মানুষকে সহযোগিতা করতে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার চন্দ্র, মিনতি শীল, ঝুমা রাণী সরকার, সঞ্জিৎ সরকার, বিমল চন্দ্র গুফ, হাজং বিনয় রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,সদস্য সচিব আনিসুর রহমান মনিক, মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ উপজেলার ৩৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এর আগে দুপুর থেকে রাত পর্যন্ত ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, “প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন। তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে—এটাই স্বাভাবিক। সেই মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ দলের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। তাঁর সিদ্ধান্তই প্রতিটি নেতাকর্মীর কাছে শিরোধার্য হতে হবে।

যৌথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আনিসুর রহমান মনিক। সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহবায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, জাকিরুল ইসলাম টোটন, ওয়াহেদ তালুকদার, গাজিউর রহমান, হুমায়ূন কবীর, মাহবুবুল আলম, আবদুল মমিন শাহীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991