শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
ঘোষনা
ডিমলায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মনপুরায় ৫ দফা দাবিতে জামাত ইসলামির সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কালীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গলাচিপায় জামায়াতের পিআর পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ আখাউড়া থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান অবৈধ মোবাইলের ডিসপ্লে, বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট এবং নোহা গাড়ি উদ্ধারসহ ০১ জন গ্রেফতার। কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর… গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভুয়া আইডি থেকে সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার : সাংবাদিক সমাজের তীব্র নিন্দা নওগাঁর মান্দায় বিচ্ছেদের দুই সপ্তাহ পর লাশ হয়ে রাস্তার পাশে পড়েছিল পাখি নামের এক নারী আমতলীতে জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহিনকে ফুলেল শুভেচ্ছা মানব মন্দির ফাউন্ডেশনের পক্ষ থেকে গোপালপুরের বিভিন্ন মন্দিরে টি-শার্ট বিতরণ তালতলীতে অপারেশনে নবজাতকের মৃত্যু: বিচার দাবিতে স্বজনদের আহাজারি আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, সরাইলে সরকারি চাল জব্দ, চুরির দায়ে এক ব্যক্তির ১ মাসের কারাদণ্ড কোটচাঁদপুরে সাবেক চেয়ারম্যান নজুসহ পরিবারের ৬ জনের কারাদণ্ড ও জরিমানাঃ কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর জলঢাকায় নববধূর আত্মহত্যা: সড়ক অবরোধ, সাংবাদিকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনায় ২২ দিনের মাসিকের নিষিদ্ধ।।

কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর…

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৩ বার পঠিত

মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বাচ্চু মিয়া নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী টুনি খাতুন। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বাচ্চু মিয়া কাঁচামালের ব্যবসায়ী। সে ব্যবসায়ী সুত্রে কালীগঞ্জের নদীপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। সে কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে ওই নারী উল্লেখ করেছেন, বিবাহ বিচ্ছেদের পর থেকে আমরা আলাদা বসবাস করি। ওই ব্যক্তি নদীপাড়ায় ভাড়া থাকেন। সে একজন চরিত্রহীন ব্যক্তি। তার বাড়িতে আমার মামাতো বোন কাজ করে। সম্প্রতি তাকে আমি কাজ না করার কথা বলি। এ নিয়ে বৃহস্পতিবার সকালে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাকে কালীগঞ্জ ছাড়া করার হুমকি দেন। বিকেল ৪ টার দিকে তার বসতবাড়ির সামনে গেলে সে আমাকে আবারো অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি গালাগাল করার প্রতিবাদ করলে সে ঘরের মধ্যে থেকে বাঁশ এনে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তিনি থানায় গিয়ে অভিযাগ দিয়েছেন।

এদিকে এ ঘটনার পর প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ঘরের দরজা ভেঙে ৮০ লাখ টাকা লুটের অভিযোগ করেছেন ব্যবসায়ী বাচ্চু মিয়া। এ সময় তার প্রাক্তন স্ত্রী ও ছেলে বাপ্পিসহ তিনজন তাকে মারধর করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বাচ্চু মিয়া কাঁচামালের ব্যবসা করেন। সেই সুবাদে তিনি কালীগঞ্জে বসবাস করেন। কুমিল্লার লাকসামে তার স্ত্রী ও সন্তান রয়েছে। ২০০৮ সালের দিকে কালীগঞ্জে টুনি খাতুনকে বিয়ে করেন তিনি। এরপর গত ৫ বছর আগে টুনি খাতুনকে ডিভোর্স দেন। ১২ বছর টুনির সঙ্গে দাম্পত্য জীবন কাটান বাচ্চু মিয়া। বাচ্চুর নারীঘটিত কাহিনীর জন্য টুনির সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। বাচ্চু মিয়া নদীপাড়ার এই ভাড়া বাড়িতে বিভিন্ন সময় নারী নিয়ে আসেন বলে জানান একাধিক এলাকাবাসী।

এ ব্যাপারে জানতে বাচ্চু মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া গেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছি। নারীঘটিত বিষয় নিয়ে মারামারির সুত্রপাত। বাচ্চু মিয়া তার প্রাক্তন স্ত্রীকে প্রথমে মারধর করে। ওই নারীর মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। ওই বাচ্চু মিয়া তার স্ত্রীর সন্তানকে অস্বীকার করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিভিন্ন সময় বাচ্চু মিয়া তার বাসায় নারী নিয়ে আসেন। ৮০ লাখ টাকা নেওয়ার ঘটনা সত্য মনে হয়নি বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991