মোঃ শাকিল রেজা সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুস্থদের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্বজনীন কালিবাড়ি পূজা মন্দিরের সহ-সভাপতি দেবপ্রসাদ মিত্র, কালীগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক প্রশান্ত খাঁ, সাবেক সাধারন সম্পাদক শশাঙ্ক ছানা, সহ-সভাপতি দেবপ্রসাদ মিত্র, যুগ্ম-সাধারন সম্পাদক শিবপদ বিশ্বাস উপদেষ্টা সৌমেন দাস, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধরন সম্পাদক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, কল্যান ফ্রন্টের নিখিল শাহা, সমর মুখার্জী, বিপ্লব মিত্র, অসীম দাস সহ আরো অনেকে।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বক্তব্যে বলেন, কেউ সংখ্যাগুরু বা সংখ্যলঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশী। আমরা হিন্দু-মুসলিম এক সাথে দুর্গাপূজা উপভোগ করে থাকি। এই সম্প্রিতির বন্ধন নিয়ে সকলে মিলে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই।
এসময় ১০০ জন অসহায় গরীব দুস্থ হিন্দু নারী পুরুষদের মাঝে শাড়ি কাপড় বিতরণ করেন।