মোঃ ইসমাইল হোসেন নবী
সিনিয়র রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর ) সকালে উপজেলার পুরো এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, দুর্গাপুর উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ড নান্দোপাড়া গ্রামের মুনসুরের ছেলে জিল্লুর রহমান (৫০), ৫নং ঝালুকা ইউনিয়নের কুহাড় গ্রামের রিয়াজুলের ছেলে সিরাজুল (৪০)
এবং পবা উপজেলার মাথুরার আমিরের ছেলে শহিদুল ইসলাম (৩১) ও বড়আমগাদী মৃত হোসেন মন্ডলের ছেলে বেলাল উদ্দিন (৩২)।
যৌথ অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন বলেন, বিভিন্ন স্থানে মাদক নিয়ন্ত্রণে আমাদের একটি টিম নিরলসভাবে কাজ করছেন। দুর্গাপুরে কোথাও মাদক ক্রয়- বিক্রয় হলে তা নিয়ন্ত্রণে সবরকম তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয় (খ) সার্কেলের পরিদর্শক সাইফুল আলম বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।