কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:
দুধের জনপদ শাহজাদপুরের রেশমবাড়িতে পর্যটন সৌন্দর্য রক্ষায় ড্রেন নির্মাণের উদ্যোগ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মনোরম প্রাকৃতিক পরিবেশ আর “দুধের জনপদ” হিসেবে খ্যাত রেশমবাড়ি এলাকা পাচ্ছে এক নতুন রূপ। পর্যটন সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় রেশমবাড়ি সড়কে ড্রেন নির্মাণের উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান। তাঁর এই দূরদর্শী পদক্ষেপে এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশিত স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হয়েছে।
ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ বিলাল হোসেন, সহকারী প্রকৌশলী (এলজিইডি) ওয়াজিবুর রহমান, পোতাজিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এসএম মনিরুল, স্থানীয় জনপ্রতিনিধি ও দুগ্ধ সমবায় সমিতির নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন,
“রেশমবাড়ি এখন শুধু একটি বাথান নয়, এটি শাহজাদপুরের গর্ব—একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এখানকার সৌন্দর্য ও দুধের খ্যাতি সারা দেশে ছড়িয়ে আছে। আমরা চাই এই এলাকা আরও পরিচ্ছন্ন ও সুন্দর হোক, যাতে স্থানীয়রা যেমন উপকৃত হয়, তেমনি পর্যটকরাও ফিরে যায় তৃপ্ত হয়ে।”
রেশমবাড়ি এলাকা দেশের অন্যতম বৃহৎ গো-চারণ ভূমি, যার আয়তন প্রায় এক হাজার চারশত একর। এখানকার গবাদি পশুর দুধের মান উৎকৃষ্ট হওয়ায় শাহজাদপুর আজ “দুধের জনপদ” হিসেবে পরিচিত।
বর্ষাকালে বড়াল নদীর পানি ও সবুজ ঘাসে ঢাকা চারণভূমির মায়াবী দৃশ্য রেশমবাড়িকে পরিণত করে এক নৈসর্গিক পর্যটন স্থানে। প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে।
তবে, সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাবে রেশমবাড়ি সড়কটি দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর হয়ে পড়েছিল। উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এই ড্রেন নির্মাণের মাধ্যমে শুধু পরিচ্ছন্নতাই নয়, এলাকার সামগ্রিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাও আরও উজ্জ্বল হবে বলে আশা করছেন স্থানীয়রা।