বিশেষ প্রতিনিধি এস এম জসিম
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে চমেক হাসপাতালের ষষ্ঠ তলায় ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে এ হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে।
গ্রেফতার সাতজন হলেন— ছিনিয়ে নেওয়া আসামি মো. ইমাম হোসেন আকাশ (২৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৪), ভাই মোহাম্মদ হোসেন (১৯) এবং হামলায় অংশ নেওয়া আছমা (২৮), মো. মুন্না (২২), সুমাইয়া আক্তার (২৪) ও রাব্বি (১৯)।
পুলিশ জানায়, হামলার সময় ওই আসামিকে পাহারায় থাকা দেলোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হামলা চালিয়ে পুলিশ হেফাজত থেকে নিয়ে যাওয়া ওই আসামির নাম মো. ইমাম হোসেন আকাশ (২৫)। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া গ্রামে। তবে স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের নিয়ে নগরীর পতেঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় এক চীনা নাগরিককে ছুরিকাঘাত করে জনগণের গণপিটুনির শিকার হন ছিনতাইকারী ইমাম হোসোন আকাশ। এরপর তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এক পর্যায়ে ছিনতাইকারী আকাশের ‘নিজস্ব বাহিনী’ হাসপাতালে গিয়ে পুলিশকে ছুরিকাঘাত করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘একজন এএসআই এবং দুজন কনস্টেবলের পাহারায় আকাশ চিকিৎসাধীন ছিল। রাত ৮টার দিকে তার ছোট ভাই ও স্ত্রীসহ প্রায় ১০ জন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে ২৮ নম্বর ওয়ার্ডে ঢোকে। তারা কনস্টেবল দেলোয়ারকে ছুরিকাঘাত করে চিকিৎসাধীন আকাশকে নিয়ে