আমিনুল ইসলাম :সিনিয়র স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ভোলাহাট উপজেলার বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেন তিনি।
পরে ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি জজ এর অফিসে বিএনপির নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানি জজ,সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সহ সভাপতি আতাউর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম মাস্টার, ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ,ভোলাহাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক, আব্দুর রাকিব, আলীনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক,মনিরুল ইসলাম,সাবেক সভাপতি রহনপুর পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি শরিফ খান, সাধারণ সম্পাদক রহনপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপি দেলোয়ার হোসেন রুবেল, বিএনপি নেতা, গাজিউল ইসলাম মিস্টু, দেলোয়ার হোসেন দুলাল, যুবনেতা মনিরুল ইসলাম মুনি,বিশিষ্ট ব্যবসায়ী সুমন আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।