
মোঃ রাশেদ আল শাহরিয়া
(স্টাফ রিপোর্টার)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), শনিবার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আজ শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশটি আখাউড়া পৌর এলাকার কেন্দ্রীয় মটরস্ট্যান্ড মাঠে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীরা অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও শ্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন আব্দু মিয়া এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ খোর্শিদ মিয়া এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমেদ ভূইয়া ও বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষকে দুঃশাসন, দুর্নীতি ও দারিদ্র্য থেকে মুক্তি দিতে চায়। তারা দাবি করেন, বর্তমান সরকার জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থেকে গণতন্ত্রকে ধ্বংস করেছে।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হয়।