
বিশেষ প্রতিনিধি এস এম জসিম
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. সুমন (২২), মো. সুলতান (২২) ও মো. রাকিব (১৯) নামে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ সময় বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়। অভিযানে নাজিরহাট পৌরসভার কর্মচারীবৃন্দ এবং নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের একটি টিম প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে।