
মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর খুন শীর্ষক চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ কলিমকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে, র্যাব-৫ এর একটি দল গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন চাঞ্চল্যকর এই হত্যা মামলার ৮নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ কলিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কলিম কাজিমুদ্দিনের ছেলে এবং সে গোদাগাড়ীর হাজিবাদুড়িয়া গ্রামের বাসিন্দা। গত ২০ অক্টোবর গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের কিশোর সিহাব পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সাথে দেখা করতে যায়। সে তেতুলতলা বাকের কাছাকাছি পৌঁছালে তার প্রেমিকার কিছু আত্মীয়-স্বজন তাকে তাড়া করে। নিজেকে রক্ষা করতে শিহাব রাতের অন্ধকারে মাঠের মধ্যে দৌড় দেয়। দৌড়াতে গিয়ে দিক হারিয়ে সে একপর্যায়ে একটি পুকুরে ঝাঁপ দেয়। এ সময় তাড়া করা ব্যক্তিরাও পুকুরে নেমে শিহাবকে মারধর শুরু করে। এরপর তারা শিহাবকে পুকুর থেকে তুলে আনে এবং লাঠি দিয়ে বেধড়ক পেটায়। প্রচণ্ড মারধরের কারণে শিহাব অচেতন হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় শিহাবকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে লাইফ সাপোর্টে রাখা হয়। গত শনিবার (১ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ২০ অক্টোবর রাত আটটার দিকে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল। রিপনের এক ছেলে ও দুই মেয়ের মধ্যে শিহাব ছিল সবার বড়। এই ঘটনায় গোদাগাড়ী থানায় ৮/১০ জনের নামসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৫ অভিযান চালিয়ে অন্যতম পলাতক আসামি কলিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।